বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

দৈনিক প্রথম সংবাদ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০২:৪০ এএম

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামে ছাত্রলীগের হামলায় আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী শরিফুল ইসলাম সোহান হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে নিহত সোহানের স্কুল ও কলেজ বন্ধু, ব্যবসায়ী ও সর্বসাধারণ বিভিন্ন ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা আ’লীগের সহ-সভাপতি এসএম ছানালাল বক্সী, সুব্রতা রায়, জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান চাঁদ, কাঁঠালবাড়ি ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুন্নবী সাগর, সাবেক সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রনি, নিহত সোহানের স্কুল ও কলেজ বন্ধু বান্ধবী এবং আত্মীয় স্বজনসহ স্থানীয়রা।

মানববন্ধন থেকে এ নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা।

Link copied!

সর্বশেষ :