যশোরে ৩২ পিস স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা ওই স্বর্ণের ওজন ৩ কেজি ৩৫৬ গ্রাম; যার মূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানায় পুলিশ। সোমবার (১৮ মার্চ) দুপুর দেড়টায় উপশহর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন: যশোর শার্শা উপজেলার শহিদুল ও সুমন।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, রমজান উপলক্ষে নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করেছে জেলা পুলিশ। দুপুরে উপশহর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় পুলিশ সদস্যরা ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়।
এ সময় জিজ্ঞাসাবাদে দুই আরোহী শহিদুল ও সুমন গাড়িতে বিশেষ কায়দায় লুকানো স্বর্ণের তথ্য দেয়।
পরে স্থানীয়দের উপস্থিতিতে ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ৩ কেজি ৩৫৬ গ্রাম। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :