বাংলাদেশ রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

ভালুকায় গরীব-দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৪, ১০:৫৩ পিএম

ভালুকায় গরীব-দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

ভালকার হবিরবাড়ি ইউনিয়নের ঢেউয়াতলি গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী প্রায় দুই হাজার গরীব ও দুস্থ রোগীর মাঝে এই সেবা দেওয়া হয়।

ওই গ্রামের প্রয়াত আব্দুল হেলিম মন্ডলের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুফিয়া-হেলিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে এই সেবার আয়োজন করা হয়। 

স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. নুসরাত নাঈমা, ডা. রোমানা বারী নিপা, ডা. ইফফাত আরা ইয়াসমিন, মেডিসিন ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. হাসান মাহমুদ, ডা. আলিফ আহমেদ, মেডিসিন ও নিউরো রোগ বিশেষজ্ঞ ডা. ক্যাপ্টেন (অব.) এম, এ সালাম আকন্দ, মেডিসিন ও ডায়াবেটিক রোগ বিশেষজ্ঞ ডা. আলী আফজাল, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. রাফজান জানি আবির, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. আবিদ মজিদ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডা. উমাইয়া সুলতানা উমি’র সমন্বয়ে গঠিত চিকিৎসক দল বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

সুফিয়া-হেলিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু সাঈদ জুয়েল জানান, প্রতি বছর প্রয়াত আব্দুল হেলিম মন্ডলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক টিমের সমন্বয়ে এই এলাকার অসহায় ও গরীব দুঃখীদের বিনামূলে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

Link copied!

সর্বশেষ :