বাংলাদেশ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

ঘন কুয়াশায় সৈয়দপুর এয়ারপোর্টে বিমান ওঠানামায় বিঘ্ন

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ১০:১৪ এএম

ঘন কুয়াশায় সৈয়দপুর এয়ারপোর্টে বিমান ওঠানামায় বিঘ্ন

ঘন কুয়াশায় বিমান ওঠানামায় বাধা। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর এয়ারপোর্ট এ ঘন কুয়াশার কারণে বিমান ওঠানামায় বিঘ্ন ঘটেছে। রানওয়ে কুয়াশায় ঢাকা পড়ার কারণে শনিবার সকাল পর্যন্ত বেসরকারি বিমান সংস্থার দুটি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। এর ফলে ঢাকাগামী শতাধিক যাত্রী এয়ারপোর্টে আটকা পড়েছেন বলে জানা গেছে। তবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই।

সকাল সাড়ে ৯টা পর্যন্ত রানওয়ে পরিষ্কার না হওয়ায় কোনো বিমান অবতরণ করতে পারেনি। সৈয়দপুর এয়ারপোর্টের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘন কুয়াশার কারণে সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি এবং এয়ার অ্যাস্টারের একটি ফ্লাইট অবতরণ করতে পারেনি।

রানওয়েতে বিমান চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) প্রয়োজন। তবে সকাল পর্যন্ত দৃষ্টিসীমা মাত্র ৪০০ মিটারে নেমে এসেছে। বেলা ১১টার পর আকাশ পরিষ্কার হলে বিমান চলাচল স্বাভাবিক হতে পারে বলে তিনি আশাবাদী। শীত মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে প্রায়শই এমন সমস্যা দেখা দেয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি হলেও ফ্লাইট বাতিলের কোনো সম্ভাবনা নেই।

প্রতিদিন সৈয়দপুর বিমানবন্দর থেকে গড়ে ১৫ থেকে ১৬টি ফ্লাইট পরিচালিত হয়। এর মধ্যে সকাল ১২টার আগে ৩টি ফ্লাইট নির্ধারিত থাকে। গতকালও কুয়াশার কারণে দুটি ফ্লাইট অবতরণে বিলম্ব হয়েছে।

শীত মৌসুমে কুয়াশার কারণে এ ধরনের পরিস্থিতি নতুন নয়। কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যথাযথ পদক্ষেপ নিচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হলে বিমান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ।

 

Link copied!

সর্বশেষ :