চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় একটি সুগার মিলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকাল ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রাথমিকভাবে অন্তত ১ লাখ মেট্টিক টন অপরিশোধিত চিনি পুড়ে গেছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুনের ভয়াবহতা কিছুটা কমে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বরাত দিয়ে কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত বলেন, ‘কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে গুদামটিতে ১ লাখ মেট্টিক টন অপরিশোধিত চিনি ছিল। যেগুলো পুড়ে গেছে। তবে কিভাবে আগুন লেগেছে এখনো পর্যন্ত জানা যায়নি। এটা নিয়ে ফায়ার সার্ভিস কাজ করবে।’ কর্ণফুলী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা শোয়েব হোসাইন মুন্সী জানান, বিকাল ৪টার কিছু আগে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ শুরু করলেও আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। পরে আশপাশের এলাকা থেকে আরও ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।’
প্রতিষ্ঠানটির ফ্যাক্টরি ম্যানেজার মো. হোসাইন জানান, রমজানকে সামনে রেখে অপরিশোধিত চিনিগুলো ব্রাজিল থেকে আমদানি করা হয়েছিল। পরিশোধনের পর চিনিগুলো বাজারে সরবরাহ করার পরিকল্পনা ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন এই কর্মকর্তা।প্রত্যক্ষদর্শীরা জানান, গুদামের একপাশ থেকে আগুনের সূত্রপাত হওয়ার পর খুব দ্রুত পুরো গুদামে আগুন ছড়িয়ে পড়ে। বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা টানা পানি ছিটানোর পরও দীর্ঘ সময় ধরে গুদামের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আগুনের লেলিহান শিখায় চিনির কাঁচামালের পাশাপাশি গুদামের টিনের ছাদ ও দেয়ালও পুড়ে ছাই হয়ে গেছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। তখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে ছড়িয়ে পড়ার শঙ্কা কেটে গেছে বলে মনে হচ্ছে।
আপনার মতামত লিখুন :