বাংলাদেশ রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

মধ্যরাতে নোয়াখালীর হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০২:৪০ এএম

মধ্যরাতে নোয়াখালীর হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নোয়াখালী হকার্স মার্কেটে আগুন। ছবি: সংগৃহীত

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে শনিবার (১১ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন বিশাদ জানান, রাতে হঠাৎ হকার্স মার্কেটে আগুনের ফুলকি দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তবে কোন দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ২০-২৫টি দোকান পুড়ে গেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইয়াছিন মোল্লা জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আরও ইউনিট ঘটনাস্থলে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডের স্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। আগুনের কারণ এবং সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে। 

 

Link copied!

সর্বশেষ :