বাংলাদেশ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

অতিরিক্ত দামে লেবু বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৪, ০৬:১৬ পিএম

অতিরিক্ত দামে লেবু বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : সংগৃহীত

বন্দর নগরী চট্টগ্রামে পাঁচ টাকার লেবু ১২-১৩ টাকায় বিক্রি করায় এক বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (১১ মার্চ) সকালে নগরের স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্লাহ। এ সময় তাকে সহায়তা করেন সহকারী পরিচালক আনিছুর রহমান ও নাসরিন আকতার।অভিযানের বিষয়ে ফয়েজ উল্লাহ বলেন, “মেম্বার বাণিজ্যালয় নামের একটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা নেই। তাই সুযোগ বুঝে একেক সময় একেক দামে লেবু বিক্রি করছিল। বাগান থেকে লেবু কেনার রশিদও নেই। তাই এই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

Link copied!

সর্বশেষ :