বাংলাদেশ রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৮:৪৮ এএম

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে কুয়াশার কারনে ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ। ছবি: সংগৃহীত

দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১১টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে। রাতের বেলায় নদীতে ঘন কুয়াশার ফলে ফেরিগুলোর মাকিং বাতি অস্পষ্ট হয়ে যায়, যা ফেরি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (এজিএম) মো. সালাহ উদ্দিন জানিয়েছেন, কুয়াশার কারণে রাত ১০টা থেকেই ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। পরে রাত ১১টার দিকে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে পুরোপুরি ফেরি চলাচল বন্ধ করা হয়।

ঘন কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হবে বলে কর্তৃপক্ষ আশা করছে। দৌলতদিয়া-পাটুরিয়া রুটে যানবাহন পারাপারের জন্য ছোট-বড় ১৫টি ফেরি নিয়মিত চলাচল করে। তবে কুয়াশা কমে যাওয়ার আগ পর্যন্ত এ রুটে সব ধরনের ফেরি পরিষেবা বন্ধ থাকবে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে নদীর দৃশ্যমানতা তীব্রভাবে কমে গিয়েছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ ধরনের পরিস্থিতিতে নদীপথে চলাচলকারী সকল যাত্রী ও চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং কুয়াশা কেটে গেলে দ্রুত ফেরি পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দেশের অন্যতম ব্যস্ত নৌপথ। এ রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহন এবং যাত্রীদের সাময়িক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।


 

Link copied!

সর্বশেষ :