বাংলাদেশ সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
জুতার কারখানায় ভয়াবহ আগুন

পুরান ঢাকায় জুতার কারখানায় ভয়াবহ আগুন

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৪, ১১:০৩ পিএম

পুরান ঢাকায় জুতার কারখানায় ভয়াবহ আগুন

রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় জুতার কারখানায় আগুন জ্বলছে।

রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। আজ সোমবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ের ফায়ার লিডার মো. শফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লালবাগ, পলাশী ও হাজারীবাগ থেকে নয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

তবে বেলা ১টা ৪৪ মিনিটে ফায়ার সার্ভিসের এক ক্ষুদে বার্তায় জানানো হয়, ১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

Link copied!

সর্বশেষ :