বাংলাদেশ সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
ইসলামী বিশ্ববিদ্যালয়ে

এমসি কলেজ হামলার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ১১:৪৯ এএম

এমসি কলেজ হামলার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সিলেটে এমসি কলেজে হামলার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সিলেটের এমসি কলেজে জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে শুরু হওয়া এই মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলের সময় শিক্ষার্থীরা ‘দোসরদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘বিচার চাই, হামলাকারীদের বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। সমাবেশে বক্তারা আওয়ামী লীগের দোসরদের বিচার এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের দাবি তোলেন।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, “আওয়ামী দোসরদের বিচার হয়নি বলেই আজ সন্ত্রাসীরা মাথা তুলে দাঁড়াচ্ছে। সন্ত্রাসীদের কোনো দলমত নেই, তারা দুষ্কৃতিকারী। তাদের দ্রুত বিচার করতে হবে।” তারা প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং কুয়েট ও সিলেটের এমসি কলেজে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি )সমন্বয়ক এস এম সুইট বলেন, “জুলাই আন্দোলনের সময় অনেক শিক্ষক আওয়ামী লীগের ন্যারেটিভ দাঁড় করিয়েছিল। প্রশাসন এখনো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমরা ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবো।”

সমাবেশে বিভিন্ন ছাত্র সংগঠনকে সহাবস্থান বজায় রেখে ক্যাম্পাসে কার্যক্রম চালানোর আহ্বান জানানো হয়। বক্তারা সবাইকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন।

Link copied!

সর্বশেষ :