বাংলাদেশ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

সিলেটে পুলিশের ভয়ে ট্রাক ফেলে চালকের দৌড়! ১০৫ বস্তা ভারতীয় চিনি জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ১২:৩৫ এএম

সিলেটে পুলিশের ভয়ে ট্রাক ফেলে চালকের দৌড়! ১০৫ বস্তা ভারতীয় চিনি জব্দ

চিনি । ফাইল ছবি

সিলেট-তামাবিল মহাসড়কে পুলিশ তল্লাশি চৌকি বসানো হয়েছে। ট্রাক চালক এটা দেখে হঠাৎ রাস্তার পাশে গাড়ি থামিয়ে দেন। এরপর চালকসহ অন্য একজন ট্রাক থেকে নেমে পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিক পৌঁছে ভারতীয় চিনির পাচারকৃত ব্যাগ সহ ট্রাক দেখতে পায়।

মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে সিলেট সদর উপজেলার খাদিমনগর বিসিক শিল্পনগরী সড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ট্রাক ও চিনি জব্দ করে। থানায় জবানবন্দি দেওয়ার প্রস্তুতি চলছে। রাত সাড়ে ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ এ তথ্য জানায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, ট্রাক থেকে মোট ১০৫ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। এই ব্যাগে ৫১৪৫ কেজি চিনি রয়েছে। এ চিনির আনুমানিক মূল্য ৬ লাখ ১৭ হাজার ৪০০ টাকা।

প্রতিবেদনে বলা হয়, সিলেট নগরীর শাহপরান থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত চন্দ্রের নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কে চেকপোস্ট বসায়। কর্তব্যরত অবস্থায় ট্রাকটি আটক করা হয়। বন্দী হাইড্রোলিক ট্রাকটি হলুদ এবং নীল রঙে আঁকা হয়েছে। সামনের নম্বর প্লেটে লেখা "সিলেট মেট্রো-১১-০১৫৯।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ট্রাকে থাকা চিনির বস্তাগুলো ত্রিপল দিয়ে ঢাকা ছিল। প্রতিটি ব্যাগে ৪৯ কেজি চিনি ছিল। দুপুর ১টা ৪০ মিনিটে চিনি জব্দ করা হয়। পুলিশের কাছে একটি বিবৃতি জমা দেওয়া হয়।
 

Link copied!

সর্বশেষ :