বাংলাদেশ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

রাজধানীর জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগ করে কুকুর-বিড়াল হত্যা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ০৭:১২ পিএম

রাজধানীর জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগ করে কুকুর-বিড়াল হত্যা

জাপান গার্ডেন সিটিতে বিষক্রিয়ায় মৃত কুকুর -বিড়াল। ছবি: সোশ্যাল মিডিয়া

রাজধানীর মোহাম্মদপুরের অভিজাত আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর ও বিড়াল হত্যার অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শুক্রবার (২২ নভেম্বর) রাত থেকে এই খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণিপ্রেমীদের মধ্যে নিন্দার ঝড় ওঠে। প্রাণিকল্যাণ সংস্থা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে উল্লেখ করা হয় জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগ করে কুকুর ও বিড়াল হত্যা করা হয়েছে। পোস্টে কিছু ভিডিও ও ছবি শেয়ার করার পর বিষয়টি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। এতে দেখা যায় বেশ কিছু কুকুর এবং একটি বিড়াল মারা গেছে। খবর ছড়িয়ে পড়ার পর অনেক প্রাণিপ্রেমী ঘটনাস্থলে উপস্থিত হন।

পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাকিবুল হক এমিল বলেন, “ঘটনাস্থলে গিয়ে আমরা তিনটি কুকুর ও একটি বিড়ালের মৃতদেহ পাই। প্রাথমিকভাবে মনে হয়েছে এগুলো বিষ প্রয়োগে মারা গেছে। মৃতদেহগুলোর ময়নাতদন্ত করা হবে এবং আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে। ইতোমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।”

অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ, যিনি প্রাণিকল্যাণ সংগঠনের একজন সমন্বয়ক, আদাবর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ তদন্ত করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাপান গার্ডেন সিটিতে বেওয়ারিশ কুকুরের কারণে সমস্যা তৈরি হচ্ছে। সেখানকার ফ্ল্যাট মালিক সমিতির সদস্যরা দাবি করেন, কুকুরগুলো মাঝে মাঝে শিশুদের কামড় দিচ্ছে। এলাকাটি কুকুরমুক্ত করার লক্ষ্যে সম্প্রতি ‘জেজিসি লাইফ সেফটি’ নামের একটি গ্রুপ ব্যানার ব্যবহার করে বেওয়ারিশ কুকুর নিধনের প্রচারণা চালায়। ব্যানারে লেখা ছিলো:

  • “সকল বেওয়ারিশ কুকুর প্রাণিপ্রেমীদের বাসায় পাঠিয়ে দেওয়া হোক।”
  • “জাপান গার্ডেন সিটির পরিচ্ছন্নতার স্বার্থে কুকুরের উচ্ছিষ্ট খাবার ও মল-মূত্র কুকুরপ্রেমীদের বাসায় পাঠানো হোক।”
  • “বেওয়ারিশ কুকুর নিধন করো, এনজিও ব্যবসা বন্ধ করো।”

ঘটনার দিন রাতে জাপান গার্ডেন সিটির ফ্ল্যাট মালিক সমিতির সদস্যরা নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন কুকুর সরিয়ে দিতে। ফ্ল্যাট মালিক সমিতির সেক্রেটারি শাহ নুর ভূঁইয়া বলেন, “আমরা চাই সিটি করপোরেশন এসে কুকুরগুলো নিয়ে যাক। তবে বিষ প্রয়োগ করে হত্যার বিষয়টি আমরা সমর্থন করি না।” তিনি আরও জানান, কিছু বাসিন্দা কুকুরদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রচারণা চালাচ্ছেন। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে ফ্ল্যাট মালিক সমিতি সরাসরি জড়িত নয় বলে দাবি করেন।

এই নির্মম ঘটনায় সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন একাধিক তারকা।

জয়া আহসান লিখেছেন  “ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। এটি কেবল কুকুর হত্যাই নয়, এটি একটি অমানবিক সমাজের বার্তা। এই বর্বরতা মেনে নেওয়া যায় না।”

সালমান মুক্তাদির লিখেছেন “আমরা জানোয়ার হয়ে গেছি। মানুষকে আর জানোয়ার বলার প্রয়োজন নেই। এই কাজের জন্য আল্লাহর গজব পড়ুক।”

জ্যোতিকা জ্যোতি লিখেছেন “মানুষ এতটা অমানবিক হতে পারে? ছয়টি কুকুর ও একটি বিড়ালকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

এই ঘটনার প্রতিবাদে প্রাণিপ্রেমী বিভিন্ন সংগঠন জাপান গার্ডেন সিটি ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে। রাকিবুল হক এমিল জানিয়েছেন, মৃত প্রাণীগুলোর ময়নাতদন্তের পর আদালতে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে। এ ঘটনায় প্রাণিসম্পদ অধিদপ্তর ও পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে প্রাণিকল্যাণ সংগঠনগুলো মনে করেন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। সিটি করপোরেশন এবং স্থানীয় প্রশাসনকে মানবিক পদ্ধতিতে বেওয়ারিশ কুকুর ও বিড়ালের জন্য ব্যবস্থা নিতে হবে।

 

Link copied!

সর্বশেষ :