শীতের বিদায়ের পর থেকেই দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা উঠানামা করছে। এবার ৩ জেলায় শুরু হয়েছে তাপপ্রবাহ। চলতি গ্রীষ্ম মৌসুমের প্রথম তাপপ্রবাহ এটি।চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলার ওপর দিয়ে শনিবার (১৬ মার্চ) থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেটি রোববারও (১৭ মার্চ) অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজারে শনিবার দেশের সর্বোচ্চ ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন রাঙ্গামাটিতে সর্বোচ্চ ৩৭ এবং চট্টগ্রামে সর্বোচ্চ ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।আবহাওয়া অফিস বলছে, রোববার এ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকলেও দেশের অন্যান্য জায়গায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এ ছাড়া আগামীকাল সোমবার (১৮ মার্চ) সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে পরদিন মঙ্গলবার (১৯ মার্চ) সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।তবে এ কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সপ্তাহের শেষ দিকেও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :