প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল ও প্লাস্টিক পাদুকা (১৫০ টাকা মূল্য সীমা পর্যন্ত) উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির নেতারা এই দাবি জানান। একই দাবিতে তারা অর্থ উপদেষ্টার কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন
- সমিতির সাধারণ সম্পাদক: মো. আব্দুল কুদ্দুস (রানা)
- সিনিয়র সহ-সভাপতি: মো. রেজাউল করিম
- সহ-সভাপতি: আশরাফ উদ্দিন
- যুগ্ম সাধারণ সম্পাদক: শাহজাহান রহমান (সাজু)
- সহ-সাংগঠনিক সম্পাদক: আতিকুর রহমান
- উপদেষ্টা মণ্ডলীর সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ
এছাড়া, বিভিন্ন পাদুকা প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তা, কর্মচারী ও কারখানার শ্রমিকরা কর্মসূচিতে অংশ নেন।
সমিতির নেতারা জানান, আগের ভ্যাট অব্যাহতির সুবিধা বাতিল করে ১৫% ভ্যাট আরোপের প্রস্তাব বাস্তবায়িত হলে ক্ষুদ্র ও মাঝারি পাদুকা শিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। ফলে, ব্যবসায়ীদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে এবং সাধারণ মানুষের জন্য কম দামের পাদুকা কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠবে।
নেতাদের হুঁশিয়ারি:
দাবি পূরণ না হলে—
- শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান ধর্মঘট
- চূড়ান্তভাবে কারখানা বন্ধের মতো কঠোর কর্মসূচি
গ্রহণ করা হবে বলে তারা জানান।
পাদুকা প্রস্তুতকারক সমিতির নেতারা বলেন, "আমরা ভ্যাট আইন মানি, তবে তা অবশ্যই দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনা করে বাস্তবায়ন করতে হবে। সরকার দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করুক, যাতে ক্ষুদ্র ও মাঝারি পাদুকা শিল্প এবং সাধারণ জনগণের স্বার্থ রক্ষা পায়।"
তারা আরও অভিযোগ করেন, "আইএমএফের চাপে দরিদ্র জনগোষ্ঠীর ওপর ভ্যাট চাপিয়ে দেওয়া হচ্ছে। এটি অত্যন্ত অমানবিক ও অন্যায়।"
সরকারের নীতি-নির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনের নেতারা বলেন, দেশের পাদুকা শিল্প ও নিম্ন আয়ের মানুষের স্বার্থে অবিলম্বে ভ্যাট অব্যাহতি পুনর্বহাল করা হোক। অন্যথায়, কর্মসূচি আরও কঠোর করা হবে।
আপনার মতামত লিখুন :