বাংলাদেশ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

ময়মনসিংহে নিত্যপণ্যের দাম চড়া

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৪, ০২:১০ পিএম

ময়মনসিংহে নিত্যপণ্যের দাম চড়া

ময়মনসিংহের বাজারগুলোতে একের পর এক নিত্যপণ্যের অস্বাভাবিক দামে বেকায়দায় সাধারণ মানুষ। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়ছে। সঙ্গে বাড়ছে ক্ষোভ। হতাশায় নিমজ্জিত খেটে খাওয়া মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও।

বছরের শুরু থেকেই অস্থিরতা চলছে চাল, পেঁয়াজ, মাছ-মাংসের বাজারে। ভরা মৌসুমেও অস্থির সবজির বাজার। দাম বৃদ্ধির জন্য মনিটরিং এর অভাবকে দায়ী করছেন ক্রেতারা। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, রমজানে প্রতিদিন বাজারে চলবে বিশেষ অভিযান।ময়মনসিংহের বাজারগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে পণ্যমূল্য বৃদ্ধির পাগলা ঘোড়া। পণ্যের উৎপাদন ও সরবরাহ বেশি থাকলেও বাজারে দাম লাগামহীন। মোটা ও চিকন চালে বস্তা প্রতি বেড়েছে দেড়শ টাকা। সেই সঙ্গে বেড়েছে পোলাওয়ের চালের দাম।গত সপ্তাহে ছিল বেগুন প্রতি কেজি ৩০ টাকা থেকে ৪০ টাকা ছিল, সেই বেগুন এখন কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, টেমেটা প্রতি কেজি ২০ টাকা থেকে ৩০ টাকা ছিল, সেই টেমেটা এখন কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, লেবু প্রতি হালি ২০ টাকা থেকে ৩০ টাকা ছিল, সেই লেবু প্রতি হালি এখন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, শসা প্রতি কেজি ৩০ টাকা থেকে ৪০ টাকা ছিল, সেই শসা এখন কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ৪৫ থেকে ৫০ টাকার ঢেঁড়স এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে, এই হিসাবে সপ্তাহের ব্যবধানে সবজির দাম ২০ থেকে ৪০ শতাংশ বেড়েছে।

মাছের বাজারেও প্রায় একই চিত্র। গত সপ্তাহে শিং মাছ আকার ভেদে ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়, সেই মাছ এখন ৫২০-৭০০ টাকা। ১৫০ টাকার পাঙাশ মাছ ১৮০ থেকে ২০০ টাকায় কেজি বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে মাছের মূল্য ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে।এছাড়া, গত সপ্তাহে গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা, এখন বিক্রি চচ্ছে ৮০০ টাকা, খাসির মাংস ৯০০ থেকে ৯৫০ টাকা এখন বিক্রি চচ্ছে ১০৫০ টাকা ও মুরগির কেজি প্রতি ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ প্রতি কেজি ৭০ টাকা থেকে ৮০ টাকা ছিল। সেই পেঁয়াজএখন কেজি প্রতি ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, রসুন প্রতি কেজি ১৯০ টাকা থেকে ২০০ টাকা ছিল। সেই রসুন এখন কেজি প্রতি ২১০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

দামের সাথে তাল মিলাতে ছোট হচ্ছে ক্রেতাদের বাজারের থলে। দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভেঙে বাজার মনিটরিংয়ের দাবি জানান ক্রেতারা। দ্রব্যমূল্যের উর্ধ্বমুখীর লাগাম টেনে ধরতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমনটাই দাবি সাধারণ মানুষের।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি রমজান মাসে বাজারগুলোতে প্রতিদিন বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

Link copied!

সর্বশেষ :