বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

জঙ্গলে গরু জবাই করে হরিণের মাংস বলে বিক্রি

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৪, ০৫:৫৮ পিএম

জঙ্গলে গরু জবাই করে হরিণের মাংস বলে বিক্রি

বাগেরহাটের মোংলায় চুরি করা গরু জঙ্গলে নিয়ে জবাই করে তা হরিণের মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে।রোববার (১০ মার্চ) সকালে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামের সফর জমাদ্দারের ছেলে নজরুল জমাদ্দার বাদী হয়ে মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, সুন্দরবনের পাশে নজরুল জমাদ্দারের বসবাস। তার আয়ের উৎস একটি মাত্র গাভিন গরু। রোববার (৯ মার্চ) সকালে গরুটি মাঠে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেন। তবে দুপুরে গিয়ে মাঠে আর গরুটি খুঁজে পাননি। পরে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন তার গাভিন গরুটি পার্শ্ববর্তী সুন্দরবন ইউনিয়নের শাহজাহান শেখের ছেলে মুকুল শেখ (৩৬), হামেদ শেখের ছেলে বাবুল শেখ (৩৭) এবং আফজাল বেপারির ছেলে সাজ্জাক বেপারি চুরি করেছেন। পরে সুন্দরবনের ভেতরে নিয়ে জবাই করে হরিণের মাংস বলে বিক্রি করেছেন।এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, গরু চুরির অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Link copied!

সর্বশেষ :