বাংলাদেশ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
বেশ কয়েকজন আহত হয়েছেন

গাজীপুরে তেলবাহী ট্রেনকে কমিউটারের ধাক্কা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৪, ০১:১৮ পিএম

গাজীপুরে তেলবাহী ট্রেনকে কমিউটারের ধাক্কা

গাজীপুরে দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনকে কমিউটারের ধাক্কা

গাজীপুরে তেলবাহী ট্রেনকে কমিউটারের ধাক্কা ,এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন,শুক্রবার (৩ মে) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে জয়দেবপুর স্টেশনের ঢাকামুখী আউটার সিগন্যালে দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ মিয়া ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার জানান, জংশনে তেলবাহী ট্রেন অপেক্ষমান ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, লাইনম্যানের সংকেত ভুল হওয়ায় টাঙ্গাইল কমিউটার এসে তেলবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। তবে সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় কমিউটার ট্রেনে অল্পসংখ্যক যাত্রী ছিলেন। 

উদ্ধারকারী ট্রেন এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি। ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে কেউ আটকে পড়েছেন কি-না খুঁজে দেখছেন।

Link copied!

সর্বশেষ :