বাংলাদেশ সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

পরীক্ষা দিতে আসা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৮:৫৩ পিএম

পরীক্ষা দিতে আসা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান ওরফে মাসুমকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। শুক্রবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে।ছবি: সংগৃহীত

কুমিল্লা শহরতলির ধর্মপুর এলাকায় অবস্থিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আজ শুক্রবার সকাল ৯টার দিকে এক ঘটনায় ছাত্র-জনতা কর্তৃক মারধরের শিকার হন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান, ওরফে মাসুম। তিনি এলএলবি পরীক্ষা দিতে কলেজ ক্যাম্পাসে এসেছিলেন।

মাহমুদুর রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার প্রথম আহ্বায়ক ছিলেন। আজ পরীক্ষার জন্য কলেজ ক্যাম্পাসে আসার পর তাঁকে আটক করে বিক্ষুব্ধ জনতা বেধড়ক মারধর করে। এর পর পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু রায়হান জানান, মাহমুদুর রহমান বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে ছিলেন এবং ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলা করেছেন। তিনি আরো বলেন, মাহমুদুর রহমান ১৭ বছর ধরে শিক্ষার্থীদের নির্যাতন ও অত্যাচার চালিয়ে আসছেন এবং আজ তাকে মারধরের কোনো প্রভাব পড়েনি, বরং আরও শাস্তি প্রাপ্য ছিল। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে, যার মধ্যে ২০১৫ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ডের দায় রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে এলএলবি পরীক্ষা দিতে আসার পর, মাহমুদুর রহমানকে আটক করে বিক্ষুব্ধ ছাত্ররা তাঁকে বেধড়ক মারধর করেন। মারধরের এক পর্যায়ে তার জামাও ছিঁড়ে ফেলা হয়। খবর পেয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশ সেখানে পৌঁছায় এবং মাহমুদুর রহমানকে আটক করে নিয়ে যেতে থাকলে, তখনও তাঁকে মারধর করা হয়। পরে পুলিশ তাকে খালি গায়ে গাড়িতে তুলে নিয়ে যায়।

 

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, "মাহমুদুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একাধিক মামলা রয়েছে। আজ সকালে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে এলএলবি পরীক্ষায় অংশ নিতে আসেন। শিক্ষার্থীরা তাকে আটকে পুলিশের কাছে খবর দেয় এবং পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। বর্তমানে মাহমুদুর রহমান পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।"

Link copied!

সর্বশেষ :