বাংলাদেশ রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

শনিবার (১ জুন) সারাদেশে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মে ৩০, ২০২৪, ১১:৫৭ পিএম

শনিবার (১ জুন) সারাদেশে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ ।

আগামী শনিবার (১ জুন) সারাদেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ খাওয়ানো হবে। এদিন দেশের ২ কোটি ২২ লাখ শিশুকে খাওয়ানো হবে ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাপসুল ।

আজ বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার খুরশীদ আলম।

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি জানান, কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী অন্তত ২৭ লাখ শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ কোটি ৯৫ লাখের বেশি শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

দেশের প্রায় ১ লাখ ২০ হাজার কেন্দ্রে ৪০ হাজার স্বাস্থ্যকর্মী ও ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী মিলে এই ক্যাপসুল খাওয়াবেন। এ সময় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য ভরা পেটে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকায় পরবর্তীতে সুবিধাজনক সময়ে ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন চালানো হবে। এর আওতায় পড়বে প্রায় ১২২৪ টি কেন্দ্র।

উল্লেখ্য, উপকূলীয় এলাকাসহ ১৯ জেলায় রবিবার সন্ধ্যায় আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। এতে অন্তত ২১ জনের প্রাণহানিসহ ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়েছেন উপকূলীয় এলাকার বাসিন্দারা।

Link copied!

সর্বশেষ :