বাংলাদেশ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

আজ সন্ধ্যা নাগাদ বয়ে যাবে ঝড়ো হাওয়া, হতে পারে বজ্রসহ বৃষ্টি

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ১১:৫৯ এএম

আজ সন্ধ্যা নাগাদ বয়ে যাবে ঝড়ো হাওয়া, হতে পারে বজ্রসহ বৃষ্টি

আজ সন্ধ্যা নাগাদ হতে পারে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ৬ অক্টোবর ২০২৪, দেশের আটটি অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের মধ্যে রাজশাহী, পাবনা, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, খুলনা, বরিশাল এবং ময়মনসিংহ উল্লেখযোগ্য। দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারনে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মৌসুমি বায়ুর অক্ষের প্রভাবেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের সব বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা আগামী কয়েকদিন ধরে চলতে পারে।

 

Link copied!

সর্বশেষ :