বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

কর্ণফুলীতে টোলপ্লাজার আইল্যান্ডে বাস দুর্ঘটনা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ০৫:০৫ পিএম

কর্ণফুলীতে টোলপ্লাজার আইল্যান্ডে বাস দুর্ঘটনা

কর্ণফুলী টোলপ্লাজায় বাস দুর্ঘটনা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নতুন ব্রিজ সংলগ্ন মইজ্জ্যারটেক টোলপ্লাজায় কক্সবাজারগামী তিশা ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৪ ও ৫ নম্বর লেনের মাঝের আইল্যান্ডে আঘাত হানে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

টোলপ্লাজার ইজারাদার প্রতিষ্ঠান সেল ভ্যান জেভি’র প্রজেক্ট ম্যানেজার সুমন ঘোষ জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি টোলপ্লাজার দিকে ছুটে গিয়ে আইল্যান্ডে উঠে যায়। সৌভাগ্যক্রমে টোলপ্লাজার কর্মচারী এবং বাসের যাত্রীরা প্রাণে রক্ষা পান। তবে বাসের সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে গেছে।

সুমন ঘোষ আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের ঘুমে ঢুলুনি বা বাসের ব্রেকের ত্রুটি এ দুর্ঘটনার কারণ হতে পারে। দুর্ঘটনার পর চালক ও সহকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই দুর্ঘটনার কারণে সাময়িকভাবে টোলপ্লাজার ৫ নম্বর লেন বন্ধ রাখা হয়েছে।

টোলপ্লাজার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাসটি দ্রুতগতিতে ডিভাইডার ভেঙে আইল্যান্ডে আঘাত করে। এতে ডিভাইডার ও টোলপ্লাজার অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়। আর্থিক ক্ষতির প্রাথমিক হিসাব অনুযায়ী, এই দুর্ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, বাসটি টোলপ্লাজার আইল্যান্ডে আঘাত করার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে বাসের সামনের অংশ এবং টোলপ্লাজার অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

দুর্ঘটনার পরপরই টোলপ্লাজার ৫ নম্বর লেন বন্ধ করে দেওয়া হয়। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত থেকে বাসটি সরানোর কাজ করছে। চালক ও সহকারীকে গ্রেপ্তার করতে অনুসন্ধান চলছে।

এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও চালকের পলাতক থাকা এবং টোলপ্লাজার অবকাঠামোগত ক্ষতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্ত শেষ হলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

 

Link copied!

সর্বশেষ :