বাংলাদেশ রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

রমজানের শুরুতেই পুড়ে ছাই হলো ৮ দোকানির স্বপ্ন

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪, ০৭:৫৭ পিএম

রমজানের শুরুতেই পুড়ে ছাই হলো ৮ দোকানির স্বপ্ন

লক্ষ্মীপুরের কমলনগরে রমজানের শুরুতেই অগ্নিকাণ্ড আটটি দোকান পুড়ে ছাই হয়েছে। শনিবার (১৬ মার্চ) সকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের বলিরপোল বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে করিমের মুদি দোকান, আলাউদ্দিনের ফার্মেসি, খুরশিদের ফার্মেসি, আনোয়ার বস্ত্র বিতান, আবদুর রহমানের টেইলার্স দোকান, সুমনের টেলিকম ও আব্বাছের ফলের দোকান পুড়ে গেছে। এতে তাদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, ওই বাজারের একটি কাপড়ের দোকানে বিকট শব্দ হয়। পরে দেখা যায় ওই দোকান আগুনে জ্বলছে। এ সময় স্থানীয়রা তাদের সাধ্যমত আগুন নেভানোর চেষ্টা চালান। স্থানীয় চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, আগুনে বাজারের ৮টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।

কমলনগর ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল মজিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও আটটি দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Link copied!

সর্বশেষ :