চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে নবী হোসেন (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নৌপুলিশ সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের আকিলপুরের সাগর উপকূল থেকে জোয়ারে ভেসে মরদেহটি উদ্ধার করে। নবী হোসেন লক্ষীপুর জেলার আলেকজান্ডার থানার সবুজ গ্রামের শামসুল হকের ছেলে।
কুমিরা নৌ পুলিশের ইনচার্জ নাছির উদ্দিন বলেন, সাগরে এক যুবকের মরদেহ ভেসে আসার খবর পেয়ে আমরা উদ্ধার করি। আইনি প্রক্রিয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি সীতাকুণ্ডের ভাটিয়ারী সাগর উপকূল থেকে বালুবাহী বাল্কহেডটি সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। বাল্কহেডটি সন্দ্বীপ চ্যানেলের চার কিলোমিটার এলাকা অতিক্রমকালে বড় ঢেউয়ের কবলে পড়ে ইঞ্জিনের অংশ ডুবে যায়। এতে বাল্কহেডে থাকা শ্রমিক মো. মান্নান (২৬), আবদুল হান্নান (১৯), সোনা মিয়া (৫৫) ও নবী হোসেন (১৯) নিখোঁজ হন। এরপর তাদের উদ্ধারে অভিযান চালান ফায়ার সার্ভিসের ডুবুরি দল। একজনের মরদেহ উদ্ধার করা হলেও এখনো তিন শ্রমিক নিখোঁজ আছেন।
আপনার মতামত লিখুন :