কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ (৬৫) উদ্ধার করেছে নৌপুলিশ। তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি।
আজ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের কালিপুর পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় ওই পুরুষ ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে কালিপুর পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান একজনের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ভৈরব নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :