কিশোরগঞ্জের ভৈরবের মেঘনায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় জড়িত সন্দেহে তিন মাঝিকে আটক করেছে নৌপুলিশ। এ সময় ধাক্কা দেয়া বালুবাহী বাল্কহেডটিও জব্দ করা হয়েছে।
শনিবার (২৩ মার্চ) ভোরে অভিযান চালিয়ে নরসিংদী রায়পুরা উপজেলার আলভি এলাকা মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।ভৈরব নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, আটক তিন মাঝি মাল্লাকে জিঞ্জাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে আটকদের নাম-ঠিকানা এখনি বলা যাচ্ছে না। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।
এর আগে শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যার ৬টার দিকে ভৈরবের মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী নৌকা ডুবে যায়। এ ঘটনায় শিশুসহ ৮ জন নিখোঁজ রয়েছেন এবং এক নারী মরদেহ উদ্ধার করা হয়।ওই ট্রলারের মাঝি নাহিদ জানান, ইফতারের কিছুক্ষণ আগে আশুগঞ্জ চর থেকে ২১ যাত্রী নিয়ে ভৈরব ঘাটে কাছাকাছি আসতেই পেছন থেকে বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দিলে পর্যটকবাহী নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন আটজন।
ভৈরব বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ আজিজুল হক রাজন বলেন, পর্যটকবাহী নৌকাডুবি খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা উদ্ধার অভিযানে নামি। এ সময় নৌপুলিশের সহায়তায় এক নারী মরদেহ উদ্ধার করা হয় এবং ১২ জনকে জীবিত উদ্ধার করি। এখনও ৮ জন নিখোঁজ রয়েছেন।
আপনার মতামত লিখুন :