বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩১

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলা, আহতদের দেখতে হাসপাতালে সারজিস ও হাসনাত

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১২:৩৭ পিএম

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলা, আহতদের দেখতে হাসপাতালে সারজিস ও হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের হামলায় আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে রাতেই গাজীপুরে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের হামলায় অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় আহতদের দেখতে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যান আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্র, লাঠি ও রামদা ছিল। হামলায় গুরুতর আহত কয়েকজনকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, তারা বিভিন্ন এলাকায় প্রচার চালিয়েছিলেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা দ্রুত ব্যবস্থা নিতে পারেন। শুক্রবার রাতে খবর আসে ধীরাশ্রম এলাকায় মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। শিক্ষার্থীদের একটি দল দ্রুত ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে উপস্থিত হয়ে আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, "আমাদের নিরীহ শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি।" কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেন, "আমাদের শিক্ষার্থীদের ওপর এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।"

আহত শিক্ষার্থীদের একজন জানান, "আমরা ঘটনাস্থলে গেলে সেখানে শত শত লোকজন জড়ো হয় এবং আমাদের ওপর হামলা চালানো হয়। আমাদের কুপিয়ে আহত করা হয়েছে।"

এই ঘটনার প্রতিবাদে শনিবার (৮ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে বিশাল বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা হামলার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, "হামলার ঘটনায় এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

গাজীপুরের এই ঘটনায় শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। আন্দোলনকারীরা দ্রুত বিচার না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। প্রশাসন কী ব্যবস্থা নেয়, সেটিই এখন দেখার বিষয়।

Link copied!

সর্বশেষ :