বাংলাদেশ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজারে তিমির বমি পাচারকালে আটক যুবক, মূল্য ২১ কোটি টাকা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ০৯:৩১ এএম

কক্সবাজারে তিমির বমি পাচারকালে আটক যুবক, মূল্য ২১ কোটি টাকা

তিমির বমি উদ্ধার। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ থেকে প্রায় ৮ কেজি তিমির বমি (অ্যাম্বারগ্রিস) সহ শামসুল আলম (৩৫) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এই অ্যাম্বারগ্রিসের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ২১ কোটি টাকা বলে জানা গেছে। শামসুল আলম টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা এবং তার বাবার নাম নির আহমদ।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানিয়েছেন, শাহপরীর দ্বীপ এলাকায় চোরাচালান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল রোববার বিকেলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে কাঁধে বস্তা নিয়ে পালানোর চেষ্টা করতে দেখে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। আটককৃত বস্তা খুলে পাওয়া যায় তিমির বমি, যা অ্যাম্বারগ্রিস নামে পরিচিত।

অ্যাম্বারগ্রিস একটি মূল্যবান উপাদান যা প্রাকৃতিকভাবে তিমির অন্ত্র থেকে নির্গত হয় এবং এটি থেকে উচ্চমূল্যের পারফিউম ও ওষুধ তৈরি করা হয়। তবে বাংলাদেশে এ ধরনের পাচার কার্যক্রম অত্যন্ত বিরল।

আটককৃত অ্যাম্বারগ্রিস বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছে এবং এটি আসল অ্যাম্বারগ্রিস বলে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারকৃত সামগ্রী কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় শামসুল আলমের বিরুদ্ধে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Link copied!

সর্বশেষ :