বাংলাদেশ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

ভাঙারি দোকানে মিলল ৯টি মোটরসাইকেল

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৪, ০৯:০৪ পিএম

ভাঙারি দোকানে মিলল ৯টি মোটরসাইকেল

সাতক্ষীরার কালিগঞ্জে মৌতলায় একটি ভাঙারি দোকান থেকে বিভিন্ন মডেলের ৯টি চোরাই মোটরসাইকেল, সাতটি সেচ পাম্পসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। এসময় দোকানের মালিককে গ্রেপ্তার করে পুলিশ।বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তার ব্যক্তির নাম শেখ আফসার আলী (৫২)। তিনি উপজেলার পূর্ব মৌতলা গ্রামের মৃত শেখ সমেত আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌতলা বাসস্ট্যান্ডের পাশে একটি মেশিনারিজ পুরাতন (ভাঙারি) মালামাল ক্রয়-বিক্রয়ের দোকানে অভিযান চালানো হয়। এসময় ওই দোকানের গুদাম ঘর থেকে ৯টি বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন মোটরসাইকেল, ১১টি তেলের ট্যাংকি, মোটরসাইকেলের পুরাতন ৩টি চেসিস, মোটরসাইকেলের পুরাতন সাতটি ইঞ্জিন, চারটি ক্যাসিন, দুটি আংশিক ইঞ্জিন ও ৯টি সেচমোটর পাম্প জব্দ করা হয়।  

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, ভাঙারি দোকানে চোরাই মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল ক্রয় ও বিক্রয় হয়ে থাকে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। দোকানের মালিকের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে কালিগঞ্জ থানায় মামলা হয়েছে। তাকে জেলা হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Link copied!

সর্বশেষ :