বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

গাজীপুরে কেমিক্যাল কারখানায় ৩ শ্রমিক দগ্ধ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৪, ০১:১২ পিএম

গাজীপুরে কেমিক্যাল কারখানায় ৩ শ্রমিক দগ্ধ

সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে এমকেএন ট্রেডিংস নামে একটি কেমিক্যাল কারখানায় কেমিক্যালের ড্রাম আনলোড করার সময় তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। 

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গাড়ি থেকে কেমিক্যালের ড্রাম আনলোড করার সময় একটি ড্রামের মুখ খুলে গিয়ে তিনজনের গায়ে পড়ে। 

দগ্ধরা হলেন- ভোলার চরফ্যাশন উপজেলার নেসার আলীর ছেলে মো. ফরিদ (৫০), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দাড়িয়াল গ্রামের মোকসেদ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম (৫৫) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাসিন্দা মো. মনির হোসেন (৪৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার মৃদুল কান্তি সরকার জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে মো. ফরিদের শরীরের ৭০ শতাংশ, মো. জাহিদুল ইসলামের ১৭ শতাংশ এবং মো. মনির হোসেনের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তারা সকলেই কেমিক্যাল বার্ন হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। তারা এসিড না অন্য কোনো রাসায়নিকে দগ্ধ হয়েছেন তা পরীক্ষার পর জানা যাবে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন বলেন, কারখানা কর্তৃপক্ষ বিষয়টি আমাদের অবগত করেনি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।

Link copied!

সর্বশেষ :