ঢাকার যাত্রাবাড়ী ও কামরাঙ্গীরচরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, যাত্রাবাড়ী মোড় এলাকায় বাসের চাপায় ইমরান ভূঁইয়া (৪০) ও জনপথ মোড়ে বাসের ধাক্কায় মো. মতিউর রহমান (৫২) নামে দুজন নিহত হয়েছেন। আর কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর এলাকায় অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছে মো. ইয়াছিন (৭) নামে এক শিশু।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর ইসলাম বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী মোড়ে ডেমরামুখী সড়কে যাত্রীবাহী একটি বাস ইমরানকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সেখান থেকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এসআই জাহাঙ্গীর বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাসচালককে আটক ও বাস জব্দ করা হয়েছে।
ইমরান বাসের লাইনম্যান ছিলেন বলে জানান মো. জসিম নামে তাঁর এক সহকর্মী। মো. জসিম জানান, ইমরানের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়। যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
এদিকে যাত্রাবাড়ী থানার এসআই ইকবাল হোসেন বলেন, জনপথ মোড়ে বাসের ধাক্কায় নিহত মতিউর রহমান আদমজী জুট মিলে চাকরি করতেন। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।
এসআই ইকবাল জানান, মতিউরের বাড়ি যশোরের কোতোয়ালির বকচর গ্রামে। তিনি ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় থাকতেন।
কামরাঙ্গীরচরে অটোরিকশার ধাক্কায় নিহত শিশু ইয়াছিনের বাবা ইমদাদুল হক রাসেল বলেন, বাসার কাছেই খেলছিল ইয়াছিন। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা এসে ধাক্কা দেয় তাকে। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। উদ্ধার করে বেলা পৌনে তিনটার দিকে ঢামেক জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাঁর ছেলেকে মৃত ঘোষণা করেন। সে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
আপনার মতামত লিখুন :