ঠাকুরগাঁয়ে রাণীশংকৈলে গত ১৯ জানুয়ারি রাণীশংকৈল থানা পুলিশের চৌকস দল নিয়মিত বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে মাদকসহ আটক করেছে। অপরদিকে একজনকে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের জেল দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামি মহল বাড়ি গ্রামের রাশেদের পুত্র সাগর ( ২২) কে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জুঁই ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সজিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান।
অপর দিকে একই দিনে পুলিশ পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাজা সহ দুজনকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতদের নামে নিয়মিতভাবে মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে। আটকৃতরা হলেন নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর গ্রামের আতাউর রহমানের পুত্র আরমান আলী (১৯)। তাকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে পুলিশ। অন্যদিকে বাঁচোর ইউনিয়নের বাজেবক্সা গ্রামের মৃত রঞ্জিত কুমারের ছেলে শান্ত কুমারকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। এই নিয়মিত মাদক দ্রব্য বিশেষ অভিযানটি পরিচালনা করা হয় মধ্যরাতে।
এই ব্যাপারে ওসি আরশেদুল হক জানান, `মাদকের বিষয়ে আমরা কঠোর সোচ্চার। এই অভিযান পরবর্তীতে চলমান থাকবে`।
আটককৃত আরমান আলীর নামে রাণীশংকৈল থানায় মামলা নং ০৯, তারিখ: ১৯/০১/২০২৫। ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) এবং শান্ত কুমারের নামে রাণীশংকৈল থানায় মামলা নং ০৮, তারিখ: ১৯/০১/২০২৫। ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করে ঠাকুরগাঁও শ্রী ঘরে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :