বাংলাদেশ শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩১

রৌমারীতে ইয়াবা ও বিদেশি মদসহ ২ জন গ্রেফতার

দৈনিক প্রথম সংবাদ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০৭:৪২ পিএম

রৌমারীতে ইয়াবা ও বিদেশি মদসহ ২ জন গ্রেফতার

কুড়িগ্রামের রৌমারীতে ২৯০ পিস ইয়াবা ও ১০ বোতল বিদেশি মদসহ ২ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। মঙ্গলবার ভোররাতে রৌমারী থানার বন্দবেড় ইউনিয়নের খঞ্জনমারা গ্রাম থেকে একাধিক মাদক মামলার এ দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।পরে মঙ্গলবার থানায় মামলা দিয়ে তাদের দুজনকে দুপুরের পর জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতদের চর বামনেরচর গ্রামের কুখ্যাত মাদক কারবারি তারা মিয়া (৫২) ও রৌমারী সদর ইউনিয়নের রসুলপুর গুচ্ছগ্রাম থেকে জামালপুর জেলার শাহাপুর সদর এলাকার কুখ্যাত মাদক কারবারি ওসমান শেখ ওরফে নিশাদ (২৫)। পুলিশ জানায়, তারা মিয়া ও নিশাদ দুজন ইয়াবা ও বিদেশি মদ বিক্রির অভিযোগ ছিল।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে রৌমারী উপজেলার বন্দরের ইউনিয়নের খঞ্জনমারা গ্রাম থেকে পুলিশ তাদের মাদকসহ গ্রেফতার করে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি দুজনের বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দেয়া হয় এবং তাদের দুজনকে জেল হাজতে প্রেরণ করা হয়। 

Link copied!

সর্বশেষ :