বাংলাদেশ সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

মঠবাড়িয়ায় চুরি যাওয়া ১১ ভরি স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ১

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৫, ১০:৪৮ এএম

মঠবাড়িয়ায় চুরি যাওয়া ১১ ভরি স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ১

চুরি যাওয়া স্বর্নালংকার উদ্ধার এবং একজন গ্রেফতার। ছবি: সংগৃহীত

দেড় বছর আগে ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর ছোট মাছুয়া গ্রামের নাসরিন সুলতানার চুরি যাওয়া স্বর্নালংকার থেকে ১১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে এবং এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আটক করেছে পিরোজপুরের মঠবাড়িয়া থানার পুলিশ। 

জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো. সাখাওয়াত হোসেনের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়।

মঠবাড়িয়া থানার এসআই দীপংকর দাসের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা মুরগির ফার্ম এলাকার ১১ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। অভিযানে ফরিদ হাওলাদার (২৭) নামে এক যুবককে আটক করা হয় এবং তার কাছ থেকে প্রায় ১১ ভরি চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

ঘটনার পটভূমি

গ্রেপ্তার হওয়া ফরিদ হাওলাদারের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামে। জানা যায়, ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর ছোট মাছুয়া গ্রামের নাসরিন সুলতানার বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরবর্তীতে তিনি মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলাটি তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন আসামি ঝুমা আক্তার (২৬) কে গ্রেপ্তার করা হয় এবং আদালত তাকে একদিনের রিমান্ডে পাঠায়। রিমান্ডে পাওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা মুরগির ফার্ম এলাকায় অভিযান চালায়। অভিযানে ফরিদ হাওলাদারকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১০ ভরি ৬ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে তাকে মঠবাড়িয়া থানায় নিয়ে আসা হয়।

আদালতে জবানবন্দি

বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত ফরিদ হাওলাদারকে আদালতে উপস্থাপন করা হলে তিনি চুরির ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশি অভিযান 

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন জানিয়েছেন, চুরি যাওয়া বাকি স্বর্ণালংকার উদ্ধারের পাশাপাশি অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। পুলিশের এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও চলবে বলে তিনি আশ্বস্ত করেন।

Link copied!

সর্বশেষ :